দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : দেবিদ্বার উপজেলা থেকে চুরি হওয়া একটি সিএনজি চালিত অটোরিক্সা ব্রাক্ষণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ। ওই চুরির সাথে জড়িত থাকার অভিযোগে দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামের (আলীম উদ্দিনের বাড়ী) মোঃ ওহাব আলী’র পুত্র মোঃ এমরান হোসেন ইমরান(২৮), ধামতী দক্ষিণখার গ্রামের মোঃ দুলাল মিয়ার পুত্র সুমন(২৭) এবং একই গ্রামের ওহাব আলীর পুত্র হবি মিয়া (২৬)সহ ৩ চোর আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। শুক্রবার রাতে দেবিদ্বার থানার একদল পুলিশ অভিযান চালিয়ের আটককৃত চোরের স্বীকারোক্তিতে ব্রাক্ষণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে চুরি হওয়া সিএনজি চালিত অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে। দেবিদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) ইমাম হোসেন জানান, গত ৪ফেব্রয়ারী উপজেলার ধামতী গ্রামের জাকির হোসেন’র একটি সিএনজি চালিত অটোরিক্সা চুরি হলে ওই ঘটনায় জাকির হোসেন অজ্ঞাতনামা আসামী দিয়ে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত ৩ আসামীকে আটক করার পর তাদের স্বীকারোক্তিতে ব্রাক্ষণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে চুরি হওয়া সিএনজি চালিত অটোরিক্সাটি উদ্ধার করা হয়। আটক ৩ আসামী সিএনজি চুরির ঘটনা স্বীকার করেছে। শনিবার দুপুরে তাদের কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়েছে।