তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরে নিরীহ এক কৃষকের আলু ও ধানের ক্ষেত বিনষ্ট করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। মঙ্গলবার বিকেলে উপজেলার কামারগাঁ ইউপি’র কচুয়া গ্রামে ঘটনাটি ঘটে। এঘটনায় ওই কৃষক বাদী হয়ে প্রায় ৫০ জনের নামে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কচুয়া গ্রামের আব্দুস সালাম সরদারের সঙ্গে মোহনপুর উপজেলার ঘাসিগ্রামের ফকির শেখের ছেলে আজের আলী শেখের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এঅবস্থায় গতকাল বিকেলে আজের আলী শেখ ও তার ছেলে দুলাল শেখ ভাড়াটিয়া সন্ত্রাসি বাহিনী নিয়ে দেশীয় বিভিন্ন অস্ত্র উচিয়ে আব্দুস সালামের দুই বিঘা বীজের আলু ও দুই বিঘা ধানের ক্ষেত বিনষ্ট করে।
বিষয়টি জানতে পেরে আব্দুস সালাম তাৎক্ষনিক থানা পুলিশকে খবর দেন। থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই আজের শেখ তার ভাড়াটিয়া বাহিনী দ্বারা জমির আলু ও ধান বিনষ্ট করে পালিয়ে যায়। এঘটনায় ওই এলাকায় চরম থমথমে অবস্থা বিরাজ করছে।
এবিষয়ে আজের আলী শেখের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ বলেন, দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে তাদের মধ্যে দ্ব›দ্ব চলে আসছিল। একারণে এমন ঘটনা ঘটেছে। তবে, বিষয়টি নিয়ে উভয়পক্ষকে কাগজপত্রসহ থানায় ডাকা হয়েছে বলে জানান তিনি।