পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে বনদস্যু, কাঠচোর, দালাল, জনবিচ্ছিন্ন, দলবাজ ও বহিরাগত ব্যক্তিকে মনোনয়ন না দিয়ে তরুন উদিয়মান গ্রহনযোগ্য নেতাকে দলীয় মনোনয়ন দিতে জেলা বিএনপি নেতাদের প্রতি আহবান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রফিক। তিনি মঙ্গলবার দুপুরে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি ভবনে সংবাদ সম্মেলনে এ আহবান জানান। ছাত্রদলের কেন্দ্রীয় এ নেতা লিখিত বক্তব্যে বলেন উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে বিএনপি মনোনিত চেয়ারম্যান নির্বাচিত ফলে স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ এ উপজেলা জাতীয়বাদীর শক্তিশালী ঘাটি হিসাবে বিবেচিত উলেখ করে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে ছাত্রনেতা রফিক বলেন বর্তমান উপজেলা নির্বাচনে যারা দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন তারা অনেকেই জনবিচ্ছন্ন, বহিরাগত ও দলবাজ। এদের মধ্যে একজন বিগত উপজেলা নির্বাচনে প্রায় ৩ লাখ ভোটের মধ্যে ২৬শ ভোট পেয়েছিলেন। ২৬শ ভোট পেয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েন। আর একজনের জন্ম অন্য উপজেলা, বসবাসও করেন অনত্র। আর একজন প্রবীন হলেও বার বার রাজনৈতিক পট পরিবর্তনকারী এরশাদের ক্ষমতার অংশীদার ও সাবেক আওয়ামীলীগ নেতা। মনোনয়ন প্রত্যাশী এসব নেতারা জনবিচ্ছিন্ন, বহিরাগত ও দলবাজ হওয়ায় দলের তৃনমুল নেতাকর্মীরা এদের সমর্থন না করায় তরুন, উদিয়মান, গ্রহনযোগ্য ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপি নেতাদের প্রতি আহবান জানান। উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছাত্রনেতা রফিক জানান-তরুন প্রার্থী হিসাবে দলীয় নেতাকর্মীদের সমর্থন ও সাধারণ মানুষের কাছে তার যথেষ্ঠ গ্রহনযোগ্যতা রয়েছে। এক্ষেত্রে তিনি দলীয় মনোনয়ন পেলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করবেন বলে জানান। এসময় দলীয় নেতাকর্মী ও পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।