চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১ টায় তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ডাউকী গ্রামের মৃত ইলিয়াস উদ্দীনের ছেলে জামায়াতের ওয়ার্ড সেক্রেটারী ভাদু মিয়া (৫০), মৃত সাজিয়া রহমানের ছেলে ঠান্ডু রহমান (৪৫), রংপুর গ্রামের মনছুর আলীর ছেলে জামায়াতের ওয়ার্ড সভাপতি তোতা মিয়া (৪৫), হাটবোয়ালিয়া গ্রামের হাবিলের ছেলে লোকমান (৫৩), হারদী গ্রামের ওহাব আলীর ছেলে বদর আলী (৪২), মহেশপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে বিএনপি ওয়ার্ড সভাপতি নুরুল হক (৩৫), তার ছেলে শিলু (২৫), হারদী গ্রামের আ: সামাদের স্ত্রী কুটি খাতুন (২২), খাদিমপুর গ্রামের শাহজাহানের ছেলে বিএনপি ওয়ার্ড সেক্রেটারী মিলন (৪০) ও গোয়ালবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রুবেল (২৮)।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।