কুষ্টিয়া প্রতিনিধি : কৃষ্টিয়ায় নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করে রাত ৮টার পরও প্রচার কাজ চালানোর অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন সরকারের প্রচার মাইক ও ভ্যান জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। ১০ ফেব্রুয়ারী সোমবার রাত ৮টা ১২ মিনিটের সময় মজমপুর গেটে উচ্চ শব্দে প্রচার কাজ চালানোর সময় দুটি মাইকসহ ভ্যান জব্দ করেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা উত্তম কুমার বড়ুয়া।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাচন আচরন বিধি লঙ্ঘন করে জাকির হোসেন সরকারের প্রতীক আনারসের পক্ষে প্রচার কাজ চালানো হচ্ছিল। অভিযোগ পেয়ে রাত ৮টার পর মজমপুর গেট থেকে দুটি মাইকসহ একটি ভ্যান জব্দ করা হয়। জব্দ ভ্যান পরে উপজেলায় নিয়ে যাওয়া হয়।
উত্তম কুমার বড়ুয়া জানান, আচরনবিধি না মেনে প্রচার কাজ চালানোর অপরাধে জাকির হোসেন সরকারের একটি ভ্যান জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।