তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নস্থিত আলেখাচর উত্তর পাড়ায় স্বর্গীয় হরিচরণ দাসের প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির প্রাঙ্গণে জগতের মঙ্গল ও বিশ্ব শান্তি কামনায় ২০তম বার্ষিকীতে দিবা-রাত্রি শ্রী শ্রী হরিণাম মহাযজ্ঞোৎসব অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে ওই হরিনাম মহাযজ্ঞ উৎসবানুষ্ঠান পরিদর্শন করেন- কুমিলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অনুভব বহুমূখী সমবায় সমিতি লিমিটেড ঝিনাইদহ জেলার শাখা’র সদস্য বিভোর কুমার বিশ্বাস, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিলা মহানগর শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল দে, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক ও কুমিলা সিটি প্রেসক্লাব সম্পাদক তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ আদর্শ সদর উপজেলার সদস্য সচিব ডা: মধুসূদন বিশ্বাস, কুমিলার সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক অমল মজুমদার, হোমিও চিকিৎসক ডা: প্রান্তোষ দত্ত, ডা: আশিষ কুমার দে প্রমুখ।
চারদিনের অনুষ্ঠানসূচী’র মধ্যে ছিল যথাক্রমে প্রথমদিন রোববার সন্ধ্যায় শ্রী শ্রী গীতা পাঠ, শ্রী শ্রী চৈতন্যচরিতামৃত পাঠ। দ্বিতীয়দিন সোমবার বিকেলে গঙ্গা আহবান ও অধিবাস, সন্ধ্যায় আরতি কীর্ত্তন, ভাগবত আলোচনা ও ধর্মসভা। তৃতীয়দিন মঙ্গলবার ভোর ৫টায় মঙ্গল আরতি কীর্ত্তন, মহানামযজ্ঞ আরম্ভ, বাল্যভোগ, দুপুরে মহাপ্রভুর ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ। চতুর্থদিন বুধবার ভোর ৬টায় মহানাম যজ্ঞ সমাপ্তি।
ওই যজ্ঞোৎসব শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদ্যাপন করতে পেরে আলেখাচরবাসী সহ গোটা কুমিল্লাবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন- উৎসব উদ্যাপন কমিটি’র সভাপতি তপন কুমার দাস ও সাধারণ সম্পাদক ডা: সন্তোষ কুমার নাহা।