আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ার দেয়াড়ায় বেগুন ক্ষেতে গরু প্রবেশকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে মহিলাসহ গুরুতর আহত ৫ব্যক্তির মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক। আহতরা হলেন- দেয়াড়া গ্রামের ইউনুস গাজীর পুত্র ঝন্টু (২৫) ও বিল্লাল হোসেন (২০), ঝন্টুর স্ত্রী কলি খাতুন (২০), শুকচাদের পুত্র আবু গাজী (৫০) ও আবু গাজীর স্ত্রী শামেলা খাতুন (৪০)। তাদেরকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সোমবার সকালে উপজেলার দেয়াড়া গ্রামের জনৈক জিয়ার আলীর বেগুন ক্ষেতে ঝন্টুর মালিকানাধীন একটি গরু ঢুকে পড়ে। গরু কর্তৃক ক্ষেতের বেগুন খাওয়া ও গাছ নষ্ট হওয়ার ঘটনায় দুই পক্ষের কথাকাটাকাটির এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। প্রতিপক্ষরা কুপিয়ে ওই ৫ব্যক্তি আহত করে বলে জানা গেছে। এঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
কলারোয়ায় এক যুবক ফেনসিডিলসহ আটক
কলারোয়ায় এক যুবককে ফেনসিডিলসহ পুলিশ আটক করেছে। সোমবার ভোরে উপজেলার হেলাতলা এলাকা থেকে আটকের ঘটনাটি ঘটে। আটক স¤্রাট (২৬) হেলাতলা গ্রামের আকবর আলীর ছেলে। থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স¤্রাটকে ৪৯ বোতল ফেনসিডিলসহ আটক করে থানা পুলিশ। এসময় অপর এক ব্যক্তি পালিয়ে যায়। এঘটনায় কলারোয়া থানায় মামলা (নং-০৪) হয়েছে।
সাতক্ষীরার বাঁশদহে আ’লীগের বর্ধিত সভা
সাতক্ষীরা সদর উপজেলার বাশদহা ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাশদহা প্রভাতি যুবসংঘের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম শওকত হোসেন। ইউনিয়ন আ’লীগের সভাপতি এসএম মোশাররফের হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগের থানা সা.সম্পাদক শাহাজান আলী, আ’লীগ নেতা আতাউর রহমান, আজিজুল হক, শাহাজান আলী মেম্বর, সেলিম উদ্দীন, প্রভাষক অহিদুজ্জামান লাভলু প্রমুখ। সভাটি পরিচালনা করেন ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আজহারুল হক।