কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : যশোরের শার্শায় চাঁদার দাবিতে সন্ত্রাসীর ছুরিকাঘাতে রবিবার রাতে উছমান নামে এক ব্যাবসায়ির মৃত্যু হয়েছে। সে শার্শা সদরের পোতাপাড়া শ্যামলাগাছি গ্রামের সিরাজুল ইসলামের পুত্র। শার্শা থানা পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকালে পোতাপাড়া গ্রামের হযরত আলী ছেলে শিবলু শার্শা বাজারের গোলদার ট্রেডাসের মালিক আশরাফুলের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। দাবীকৃত টাকা না পেয়ে দোকানের কর্মচারি উছমানকে ছুরিকাঘাত করে জখম করে। তাকে এদিন বিকালে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শার্শা থানার ওসি কবির আহম্মেদ জানান, উছমান নামে এক যবক ছুরিকাঘাতে আহত হয়ে মৃত্যু হয়েছে শুনেছি। তবে চাঁদার দাবিতে কিনা বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। অভিযুক্তকে আটকের চেষ্টা করা হচ্ছে।
ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে- ১০টি অস্ত্র আটক করেছে পুটখালি বিজিবি
বেনাপোল পুটখালি সীমান্ত দিয়ে ভারত থেকে একটি অস্ত্রের চালান রবিবার ভোর রাতে বাংলাদেশে প্রবেশকালে ১০টি অস্ত্র আটক করেছে বিজিবি সদস্যরা। এসময় উদ্ধার করা হয় দেড়শত বোতল ফেনসিডিল। ২৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে,কর্নেল মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বেনাপোলের পুটখালি সীমান্তের উত্তর বারপোত্ াম্ঠা দিয়ে একটি অস্ত্রের চালান দেশের অভ্যন্তরে প্রবেশকালে পুটখালি বিজিবি কমান্ডার সফিউদ্দিনের নের্তৃত্বে একদল বিজিবি সদস্যরা ১০টি এয়ার রাইফেল আট্ক করে। এসময় মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ১৫০ বোতল ফেনসিডিল। আটক অস্ত্রগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।
কলারোয়া সীমান্তে এ্যানাগ্রা ট্যাবলেট উদ্ধার
কলারোয়া সীমান্তে এ্যানাগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। রবিবার গভীর রাতে এগুলো উদ্ধার হলেও এসময় কেউ আটক হয়নি। মাদরা বিওপির সুবেদার আবুল কালাম আমাদের কেঁড়াগাছি প্রতিনিধি খালেকুজ্জামান পলটুকে জানান, রবিবার গভীর রাতে উপজেলার উত্তর ভাদিয়ালী সীমান্ত থেকে ভারতীয় ৬হাজার পিচ এ্যানাগ্রা ট্যাবলেট উদ্ধার করে মাদরা বিওপির বিজিবি সদস্যরা। যার আনুমানিক মূল্য ৪লাখ ২০হাজার টাকা।
কলারোয়ায় দুই বাড়িতে ডাকাতি
আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিবেদক ঃ কলারোয়ায় দুটি বাড়ীতে ডাকাতি হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার ল²ীখোলা গ্রামে রবিবার গভীর রাতে ১০/১২জনের সংঘবদ্ধ মুখোশধারীরা ডাকাতি করে। জানা গেছে, ওই গ্রামের মৃত. কিনু মুফতির পুত্র মালয়েশিয়া প্রবাসী জামাত আলী মুফতি ও মৃত. জাহান আলী গাইনের পুত্র আজানুর রহমানের বাড়ীতে ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ ২লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
কলারোয়ায় প্রশিক্ষণ কর্মশালা
কলারোয়ায় এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩৩জন শিক্ষার্থীদের নিয়ে স্কুল ব্রিগেডের হাইজিন প্রমোশন বিষয়ক ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রবিবার সকালে কলারোয়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা মনিরুজ্জামান মিজান, রিতা বিশ্বাস প্রমুখ।
কলারোয়ায় শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন অতিবাহিত
আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিবেদক ঃ কলারোয়ায় শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন অতিবাহিত হয়েছে। পৃথক ৬টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয় কলারোয়া উপজেলার ৪৭টি হাইস্কুল, ৩৩টি মাদরাসা, সাতক্ষীরা সদর উপজেলার ৭টি হাইস্কুল ও যশোরের মনিরামপুর উপজেলার ২টি হাইস্কুলের পরীক্ষার্থীরা। পৌরসদরের কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল ও গালর্স হাইস্কুল, উপজেলার সোনাবাড়িয়া হাইস্কুল ও খোর্দ এমএল হাইস্কুল কেন্দ্রে এসএসসি, কলারোয়া সরকারি কলেজ কেন্দ্রে দাখিল এবং কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার এসএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী ৩২৭৭জন। এরমধ্যে এসএসসির ৪টি কেন্দ্রে ২৪১৬জন, ভোকেশনালের ১টি কেন্দ্রে ২১৬জন ও দাখিলের ১টি কেন্দ্রে ৬৩৫জন পরীক্ষার্থী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ জানিয়েছেন, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথমদিনের বাংলা পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শণ করেন।