কুষ্টিয়া প্রতিনিধি : ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ার্ল্ড টি-২০ ক্রিকেট উপলক্ষে কুষ্টিয়ায় এক বর্ণাঢ্য রোড শো বের করা হয়। সোমবার সকাল ১০ টায় রোড শোটি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া স্টেডিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পরিসরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল-ফেরদৌস। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাড. অনুপ কুমার নন্দীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি জহুরুল হক চৌধুরী রঞ্জু, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক কাজী রফিকুর রহমান, যুগ্ম সম্পাদক খন্দকার সাদাত-উল-আনাম পলাশ,অ্যাড. মোসাদ্দেক আলী মণি, কোষাধ্যক্ষ খন্দকার ইকবাল মাহমুদ, নির্বাহী সদস্য আব্দুল খালেক, মীর আয়ুব আলী, বিসিবি অর্গানাইজার রনি আহমেদ, আরমান হুসাইন ও পিয়াস প্রমুখ।