পিরোজপুর প্রতিনিধি : নাজিরপুর উপজেলা নির্বাচনের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোঃ নজরুল ইসলাম খান মনোনয়ন বাতিলের প্রতিবাদে সোমবার দুপুর ১২ টায় পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ সময় সাংবাদিকদের তিনি জানান হলফনামায় কোন তথ্যের উল্লেখযোগ্য ত্রুটি না থাকা সত্বেও শুধু মাত্র তার জনপ্রিয়তা এবং নির্বচনে নিশ্চিত বিজয়ের কথা উপলব্ধি করে ক্ষমতাসীন দলের প্রভাবে নাটকিয়ভাবে প্রার্থীতা বাতিল করে জেলা রিটার্নিং অফিসার। এ বিষয় আপিল করেও কোন ফল হয়নি।
বরং আওয়ামীলীগ কমীরা রায়ের নকল কপি উঠাতে বাধা প্রদান করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, এই নির্বাচনটিকেও প্রহসনের নির্বাচনের পরিনত করার চক্রান্ত চলছে। সাংবাদিকদের মাধ্যমে দেশবাসিকে জানাতে চাই স্থানীয় প্রশাসন যন্ত্রকে ব্যাবহার করে মৌলিক অধিকার হরন করা হচ্ছে।এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলায় মনোনিত প্রার্থী ও জেলা বিএনপির সহ-সভাপতি এলিজা জামানসহ অন্যান্য নেতা কর্মীরা।