নওগাঁ প্রতিনিধি : নওগাঁ ষ্টেডিয়ামে জেলা ক্রিড়া সংস্থার ব্যবস্থাপনায় নওগাঁ ক্রিকেট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার সকালে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁ-৫ সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে পৌর মেয়র নাজমুল হক সনি, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সমাজসেবক জিয়াউর রহমান বাবলু, এ্যাসোসিয়েশনের আহŸায়ক রুবায়েত হক সুনান প্রমুখ। উদ্বোধনী খেলায় উৎসাহ তরুন গোষ্টি ও আব্দুল জব্বার পাঠাগার অংশ নেয়। টুর্নামেন্টে ১২টি দল অংশ নিচ্ছে।