ads

সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১০, ২০১৪ ৭:৩০ অপরাহ্ণ

court1চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের নফরকান্দী গ্রামের আলোচিত শাহানারা খাতুন হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। ৭ জন সাক্ষ্যগ্রহণ শেষে ১০ ফেব্রুয়ারী সোমবার বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা এডিশনাল জজ আদালত-১ এর বিচারক নাজির আহমেদ আসামীদের উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলো নফরকান্দি গ্রামের ইকবাল শেখ ওরফে ছোট বুড়োর ছেলে মিলন (৪০) এবং ছোট বুড়োর জামাতা খেজুরার পুটে খন্দকারের ছেলে আহাদ আলী (৪৫)।

Shamol Bangla Ads

মামলার বিবরণে জানা যায়, শাহানারা খাতুন তার বাবার বাড়ি পদ্মবিলা ইউনিয়নের মালিতাপাড়ায় বেড়াতে যায়। সেখানে তার বাবার পোষা কুকুর পুষিকে ছোট বুড়োর ছেলেরা পিটিয়ে হত্যা করে। শাহানারা এ ঘটনার প্রতিবাদ করতে গেলে প্রতিবেশি ছোট বুড়োর ছেলে মিলন বাঁশ দিয়ে তাকে আঘাত করে। গুরুত্বর আহত শাহানারাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে ২০০৯ সালের ১৬ মে। এ বিষয়ে শাহানারার স্বামী মোঃ আব্দুল খালেক বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মিলন, আহাদ আলী, পটল শেখের ছেলে মিরাজুল ও আজিজুলকে আসামি করে মামলা করেন। মামলায় ৭ জনের সাক্ষ গ্রহণ শেষে আপুরে আদালত মিলন ও আহাদ আলীকে যাবজ্জীবন এবং মিরাজুল ও আজিজুলকে বেকসুর খালাস প্রদান করে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!