চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারুলিয়ার কানাইবাবুর আমবাগানে পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির দুই সদস্যকে জবাই হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহতরা হলো মেহেরপুর জেলার মহাজনপুর গ্রামের সেলিম উদ্দিন (৩২) ও সাহাবুর আলী (২৮)। এরা সম্পর্কে খালাতো ভাই। ১০ ফেব্রুয়ারী সোমবার সকালে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। দলীয় কোন্দলের জের ধরে এ হত্যা হয়েছে বলে পুলিশের ধারণা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার গভীর রাতে মেহেরপুর জেলার মুজিবনগর থানার মহাজনপুর গ্রামের মৃত. আমির হোসেনের ছেলে শাহাবুর আলী ও একই গ্রামের মৃত. আব্দুল জলিলের ছেলে সেলিম উদ্দীনকে পার্শ্ববর্তী কাজলের ইটভাটা থেকে দুবৃর্ত্তরা ধরে নিয়ে যায়। পরে সকালে দামুড়হুদা উপজেলার চারুলিয়া কানাইবাবুর আমবাগানের কাছে উপর্যুপরি কুপিয়ে ও জবাই করে তাদের হত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা দামুড়হাদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, সকালে গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতরা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দামুড়হুদা থানা ও মেহেরপুর থানায় একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে দলীয় কোন্দলের জের হিসাবে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।