এস এম জামাল, কুষ্টিয়া : কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, পিছু লোক কিছু বলবেই। সততা ও সাহসিকতার সাথে জেলার সার্বিক উন্নয়নে এগিয়ে যেতে হবে। ঘটনা যতই নির্মম হোক না কেন সেটি কঠোর হস্তে মোকাবেলা করা হবে। জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকল সমালোচনার উর্ধ্বে থেকে কাজ করতে হবে। দেশ তথা জাতির কল্যানে যত ভাল কাজ করবেন তার প্রসংশা যেমন পাবেন তেমন খারাপ সমালোচনা হবে। তাই বলে বসে থাকলে চলবেনা। দেশের জনগণের জানমাল রক্ষায় যে কোন অপশক্তিকে কঠোর হস্তে দমন করা হবে। আইনের উর্ধে কেউ নয়, অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে। দেশের শান্তিপ্রিয় সাধারণ মানুষের শান্তি নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখার দায়িত্ব আমার আপনার সবার। এদেশ আমার আপনার সবার। জেলার জনগনের জীবনযাত্রা স্বাভাবিক ও সন্ত্রাসমুক্ত রাখতে সন্ত্রাসী, চরমপন্থী সহ সকল অপরাধী সে যে দলের কিংবা যতই শক্তিশালি হোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। কোন নৈরাজ্য ও নাশকতা কর্মকান্ড মেনে নেয়া হবে না।
গতকাল রবিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা আইনশৃংখলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচন চলাকালিন সময়ে কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড ও তৎপরতা করতে দেয়া হয়নি বলে অনেক কথায় শুনতে হয়েছে। তাতে কোন যায়-আসে না। ভাল, প্রসংশনীয় পদক্ষেপ ও পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের কষ্টের অর্জনকে কারো ব্যক্তি স্বার্থে নষ্ট কৌশলে করতে দেয়া হবে। দশম জাতীয় সংসদ সদস্য নির্বাচনের মত উপজেলা নির্বাচনও অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করা হবে। নির্বাচনের পরিবেশ ভাল ও সুন্দর রাখতে ও যা যা প্রয়োজন সব ব্যবস্থায় নেয়া হবে। জেলার সকল অসামাজিক কর্মকান্ডকে প্রতিরোধ ও প্রতিহত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কুষ্টিয়াকে সম্পূর্ন মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে শুধু বিজিবি’র দিকে আঙ্গুল তুললেই হবে না। নিজেদের দায়িত্ববোধ থেকে মাদকদ্রব্য বন্ধে উদ্যোগ নিতে হবে। মাদকের ভয়াবহতা প্রতিরোধে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধি সহ সকলকে এগিয়ে আসতে হবে। এবার জেলায় এ সংক্রান্ত মামলা বেড়েছে। আগের তুলনায় জেলা অনেক মাদক ও সন্ত্রাসমুক্ত হয়েছে।
বিগত মাসের প্রতিবেদন তুলে ধরেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনারকলি মাহবুব। তাকে সার্বিক সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা পারভীন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, ৩২বিজিবি প্রতিনিধি মেজর তারেক মাহমুদ, খোকসা পৌরসভার মেয়র আনোয়ার আহমেদ খান তাঁতারী,এনএসআই’র সহকারী পরিচালক আমিনুজ্জামান, কুষ্টিয়ার জেল সুপার নুরুল ইসলাম, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি এসএম কাদেরী শাকিল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোকাররম হোসেন মোয়াজ্জেম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নাছিম উদ্দিন আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাজী রফিকুল আলম টুকু, নারী শিশু আদালতের বিশেষ পিপি এ্যাড.আকরাম হোসেন দুলাল, এ্যাড.শামসুজ্জামান মনি, বিআরটিএ’র ইন্সপেক্টর হুমায়ূন কবির, আনসার ভিডিপি’র জেলা কমান্ডার ফেরদৌস আহমেদ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা ও কুষ্টিয়া প্রেসক্লাবের আহবায়ক তৌহিদুজ্জামান, জেলা বাস-মিনিবাস মালিক গ্র“পের কার্যকরী সভাপতি আতাহার আলী, এনটিভি’র ষ্টাফ রিপোর্টার ফারুক আহমেদ পিনু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু, রাইফেলস ক্লাবের মনসুর চৌধুরী, মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক আইউব আলী মিয়া, সমাজসেবার উপ-পরিচালক আব্দুল গনি, কুষ্টিয়া ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা বিশ্বনাথ পাল, জেলা শিশু কর্মকর্তা মখলেছুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্মকর্তা দেবব্রত ঘোষ, প্রবেশন কর্মকর্তা সুশান্ত পাল প্রমুখ।
কুষ্টিয়ায় ষ্টান্ডার্ড চাটার্ড ইয়ং টাইগার্স অনুর্দ্ধ-১৬ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুষ্টিয়ায় ষ্টান্ডার্ড চাটার্ড ইয়ং টাইগার্স অনুর্দ্ধ-১৬ ক্রিকেট প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার জুলফিকার আলীর আরজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ক্রিকেট উপ-পর্ষদের সভাপতি এ্যাড. অনুপ কুমার নন্দী।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জহুরুল হক চৌধুরী রনজু, সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাভলু, যুগ্ম-সম্পাদক খন্দকার সাদাত উল আনাম পলাশ, এ্যাড. মোসাদ্দেক আলী মনি, সদস্য কায়েম নাজর, মীর আইযুব হোসেন, হাবিবুর রহমান বাপ্পী, যুগ্ম-সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কুষ্টিয়ার ঐহিত্য বাংলাদেশের মধ্যে এখনও রয়েছে। বাংলাদেশ ক্রিকেট টিমে কুষ্টিয়ার অবদান রয়েছে। যা আমাদের ধরে রাখতে হবে। ভাল খেলোয়াড় হতে হলে তাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। পরিশ্রমই সাফল্য বনে আনবে। আর এ সাফল্য কুষ্টিয়া তথা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে।
কুষ্টিয়ায় আইসিসি ওয়ার্ল্ড ২০’র রোড শো আজ
বাংলাদেশে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ার্ল্ড ২০ বাংলাদেশ ২০১৪ এর রোড শো বের করারর এক মনোগ্রাহী কর্মসূচী গ্রহন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে রোড শো বের হয়ে কুষ্টিয়া স্টেডিয়ামে গিয়ে শেষ হবে। উক্ত রোড শোতে সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ মকবুল হোসেন লাবলু।