তাপস চন্দ্র সরকার, কুমিলা : কুমিলা বর্ডার গার্ড ব্যাটালিয়ান-১০ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শহিদুর রহমানের নির্দেশনায় হাবিলদার মোঃ গোলাম মাওলার নেতৃত্বে ৮ ফেব্রুয়ারি গোপন সংবাদ এর ভিত্তিতে গোলাবাড়ী নদীরপাড় এলাকা থেকে ৩২০ কেজি ভারতীয় এ্যালমুনিয়ামের ভাংরি আটক করতে সক্ষম হয়েছে বিজিবি। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা। এ ছাড়াও ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় শাহাপুর বিওপির চন্ডিদার, ধ্বজানগর, বৌয়ারাবাজর বিওপির সূর্যনগর, এক বালিয়া পোষ্টের সোনাইছড়ি, যশপুর বিওপির বলেরঢেবা এলাকা থেকে ভারতীয় গাজা ৬ কেজি, থানকাপড় ১৫০মিটার, শাড়ী ১৫ পিচ, থ্রীপিচ ২১ পিচ, বেডসিট ৩ পিচ, মটর সাইকেল ১ টি, দুধ ১১ প্যাকেট ভাঃ পাতার বিড়ি ১০ কাটুন এবং বিভিন্ন প্রকার গার্মেন্টস সামগ্রী ৬৫ পিচ আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মালামালের সর্বমোট মুল্য ৮ লাখ ১৪ হাজার ১শ’ টাকা। ওই আটককৃত মাদকদ্রব্য সহ অন্যান্য মালামাল কুমিলা কাষ্টম্স/মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জমা করা হয়েছে।