শ্যামলবাংলা বিনোদন : সিনেমায় নয়, এবার বাস্তবেই ফাটাকেস্টর কাতারে হাজির হচ্ছেন টালিউডের মহাগুরুখ্যাত মিঠুন চক্রবর্তী। দুই বাংলার জনপ্রিয় এই নায়ক এবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচন করে পশ্চিমবঙ্গের রাজ্যসভায় যাচ্ছেন মিঠুন চক্রবর্তী।
মমতা বন্দোপাধ্যায়ের দল থেকে রাজ্যসভা নির্বাচনে ভোটে দাড়িয়েছিলেন মিঠুন চক্রবর্তী। দিনভর টান টান উত্তেজনার মধ্যেই শুক্রবার ঘোষিত হয় রাজ্যসভা ভোটের ফল। পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোটগ্রহণ শেষে যখন গণনা চলছিল, তখন মিঠুন ভক্তদের মাঝে টানটান উত্তেজনা। তবে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হেসেছেন মিঠুন।
এই নির্বাচনে ছিল তৃণমূলের জয়জয়কার। তৃণমূলের ৪ হেভিওয়েট প্রার্থী অভিনেতা মিঠুন চক্রবর্তী, চিত্রশিল্পী যোগেন চৌধুরী, ব্যবসায়ী কে ডি সিংহ ও আহমেদ ইমরান হাসান জিতেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জয়কে মা-মাটি-মানুষের জয় বলে আখ্যা দিয়েছেন।