অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় অসামাজিক কাজ করতে গিয়ে জনতার হাতে গণধোলাই খেয়েছে এক বখাটে। ভাড়া করা মোটরসাইকেল আটক করেছে স্থানীয়রা। বখাটের স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
জানা গেছে, উপজেলার ছোট বাশাইল গ্রামের মহরদ্দিন সিকদারের ছেলে টেম্পোচালক নজরুল সিকদার (৩৫) শনিবার রাতে একই উপজেলার আহুতি বাটরা গ্রামের সংখ্যালঘু পরিবারের এক বিধবা মহিলার সাথে অসামাজিক কাজে লিপ্ত হয়। এসময় স্থানীয়রা নজরুলকে আটক করে গণধোলাই দিয়ে তার পুরুষাঙ্গ ইট দিয়ে থেঁতলে দেয় এবং তার ভাড়া করা মোটরসাইকেলটি আটক করে। খবর পেয়ে নজরুলের স্বজনরা তাকে আটকাবস্থা থেকে উদ্ধার করে রোববার উপজেলা হাসপাতালে ভর্তি করে।