সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে এসএসসি ও দাখিল পরীক্ষা প্রথমদিন শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারের পরীক্ষায় মোট ১৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৪৬৩ জন যার মধ্যে ছাত্র ৭৯৪ জন ও ছাত্রী ৬৬৯ জন এবং অনুপস্থিত ছিল ১৭ জন পরীক্ষার্থী।
এসএসসিতে অংশগ্রহনকারী পরীক্ষার্থীর সংখ্যা সদরের পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৩৭ জন শিক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৪৩৪ জন যার মধ্যে ছাত্র ২৪৪ জন ও ছাত্রী ১৯০ জন। সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৮৯ জনের মধ্যে অংশ নেয় ৩৮৮ জন যার মধ্যে ছাত্র ২০৭ জন ও ছাত্রী ১৮১ জন। দাখিল পরীক্ষায় সদরের সরফাতুলাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫৭১ জনের মধ্যে উপস্থিত ৫৬০ জন যার মধ্যে ছাত্র ২৮২ জন ও ছাত্রী ২৭৮ জন। এসএসসি (ভোকেশনাল) ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৮১ জন যার মধ্যে ছাত্র ৬১ জন ও ছাত্রী ২০ জন।
সাপাহারে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ সাপাহারে আসিফ মেমোরিয়াল ফাউন্ডেশন ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে ৭ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার আমিরুল ইসলাম, আসিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ইসমত এনামুল হক, আজির উদ্দীন, মোছাদ্দেক হোসেন প্রমুখ।