শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় উপজেলা পাবলিক পলিসি ফোরামের উদ্যোগে সুন্দরবন সুরক্ষা বিষয়ক প্রকল্পের এক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারী রবিবার সকালে এনজিও সংস্থা নবলোকের ব্যাবস্থাপনায় উপজেলার রায়েন্দা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ফোরামের সভাপতি ফরিদখান মিন্টুর সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আ. ছাত্তার আকন, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মীর সরোয়ার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আকন, সাংবাদিক ইসমাইল হোসেন লিটন, আ. মালেক রেজা, ইউপি সদস্য ওয়াদুদ আকন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবলোকের শরণখোলা প্রতিনিধি মো. বাকি বিলাহ।