বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ী টেকনিক্যাল কলেজ মাঠে গত এক সপ্তাহ ধরে অনুমতি ছাড়াই যাত্রাপালা গানের আসর চালার অভিযোগে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছগীর হোসেন এর নেতৃত্বে বালিয়াডাঙ্গী থানা পুলিশসহ গত শক্রবার রাত ১০টায় অভিযান চালিয়ে আদী রংমহল যাত্রা পালার মালিক অমিত কুমার রায় (৪৫) ও তার স্ত্রী সুজাতা রাণীকে (৪০) আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।
![Shamol Bangla Ads](https://shamolbangla24.com/wp-content/uploads/2024/01/Ad-1-scaled.jpg)
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ী এলাকার কতিপয় যুবক মিলে গত এক সপ্তাহ ধরে টেকনিক্যাল কলেজ মাঠে অনুমতি ছাড়াই যাত্রাপালা গানের আসর চালায়। এরই মাঝে গত বৃহস্পতিবার রাত ৯টায় যাত্রাপালা বন্ধের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হলেও যাত্রাপালা আয়োজক কমিটি তা না মেনে আবারো গভীর রাতে যাত্রাপালা চালায়। প্রশাসন বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছগীর হোসেন এর নেতৃত্বে বালিয়াডাঙ্গী থানা পুলিশসহ গত শক্রবার রাত ১০টায় অভিযান চালিয়ে আদী রংমহল যাত্রা পালার মালিক অমিত কুমার রায় (৪৫) ও তার স্ত্রী সুজাতা রাণীকে (৪০) আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। দন্ড প্রাপ্তরা হলো যশোহরের মনিরামপুর উপজেলার বাসিন্দা।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)