ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে দিনব্যাপী আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে দলকে সাংগঠনিকভাবে আরো মজবুত করতে কর্মী সভা করেছেন ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন। শনিবার নিজ বাসভবনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয় । এ সময়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে সাংসদ শাওন বলেন,আত্মীয় নয় দলকে বড় করে দেখতে হবে। দল থাকলে রাজনীতি থাকবে। আমরা আত্মীয়করণের রাজনীতিতে বিশ্বাস করিনা। যদি কেউ আত্মীয় পরিচয়ে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধাচরন করেন তবে আওয়ামী লীগের নিবেদিত কর্মীরা সাংগঠনিকভাবেই তাদের জবাব দিবে। নেতা কর্মীদের উদ্দ্যেশে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীকে জয়যুক্ত করতে কাজ করতে হবে। যদি কারো বিরুদ্ধে দলীয় প্রর্থীর বিরুদ্ধাচরনের অভিযোগ মিলে তবে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হবে। দলীয় নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময়কালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল , সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম অরুন, প্রচার সম্পাদক আলি আহমেদ বেপারীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।