ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নাগরিক ফোরামের প্রার্থীদের পক্ষে গতকাল বিকেলে এক গণ সমাবেশ অনুষ্টিত হয়। উপজেলার সদর ইউনিয়ন নাগরিক ফোরামের আয়োজনে বাজারের বাসষ্টান্ড চত্বরে অনুষ্টিত সমাবেশে সভাপতিত্ব করেন আহবায়ক খান আবজাল হোসেন। সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য দেন, জেলা বিএনপি নেতা মোল্যা আবুল কাশেম, বিশেষ অতিথি’র বক্তব্য দেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ফরহাদ হোসেন মোড়ল। এ সময় বক্তব্য দেন নাগরিক ফোরামের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী থানা বিএনপি’র সভাপতি খান আলী মুনসুর, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিনা দৌলত, থানা বিএনপি’র সাধারন সম্পাদক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, শেখ দিদার হোসেন, মাহবুবুর রহমান, শেখ হারুন অর রশিদ, শেখ হাবিবুর রহমান, গাজী আঃ হালিম, শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন, মোল্যা কবির হোসেন, মোল্যা মশিউর রহমান, শেখ ফরহাদ হোসেন ও তাজানুর রহমান তাজ প্রমুখ।
ডুমুরিয়ায় ভেজালবিরোধী অভিযান
ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও ইউএনডিপি’র উদ্যোগে গতকাল বিকেলে খাদ্যে ভেজাল বিরোধী, ওজনে কম দেওয়া ও মাছে ফরমালিন মিশ্রণের বিরুদ্ধে এক অবিহিত করণ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলার মাছবাজার, ফলের দোকান, খাবারের হোটেলের খাদ্য সামগ্রী পরীক্ষা করা হয়। তবে কোথাও কোন অনিয়ম পাওয়া যায়নি বলে জানা গেছে। অভিযান পরিচালনায় নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ সামছু-দ্দোজা, ইউএনডিপি’র মোঃ গিয়াস উদ্দিন, আব্দুস সালাম তরফদার, প্রশান্ত রায় শর্মা, উপজেলা মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রি, সহকারী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, চৌধুরী নওরোজ আবদুল্লাহ প্রমুখ।