শ্যামলবাংলা ডেস্ক : দেশজুড়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শেষ হবে আগামী ২৩ মার্চ। ৯ ফেব্র“য়ারী রবিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়েছে।
এবার দেশজুড়ে এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৩২ হাজার ৭শ ২৭ জন। ১০টি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৯০ হাজার ৫শ ৫৫ জন। এছাড়া দাখিল ২ লাখ ৩৯ হাজার ৭শ ৪৯ জন ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ২ হাজার ৪শ ২৩ জন।
মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭ লাখ ৩৩ হাজার ২শ ২ জন ও ছাত্রী ৬ লাখ ৯৯ হাজার ৫শ ২৫ জন। ২০১৩ সালের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ২৯ হাজার ৫শ ৫৪ জন। শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৪১৬টি। পরীক্ষা কেন্দ্র বেড়েছে ১শ ৮৪টি।
পরীক্ষা হবে দেশের মোট ১ হাজার ৬শ ১৬টি কেন্দ্রে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা শ্র“তিলিখন পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবে। তারা নির্ধারিত সময়ের চেয়ে ২০ মিনিট বেশি পাবে।
এবছর বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র এবং গণিত ছাড়া বাকি সব বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।