এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়। বিরোধী দলীয় হুইপ ও সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই পিঠা উৎসবের উদ্বোধন করেন। সৈয়দপুর বিমানবন্দর সড়কস্থ রেলওয়ে অফিসার্স ক্লাব চত্বরে ওই পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত¡াবধায়ক (ডিএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী, লেডিস ক্লাবের সভাপতি সামছে আকিদা জাহান। আয়োজকরা জানান, ক্লাবের উদ্যোগে এবারের পিঠা উৎসবে ১০টি স্টল স্থান পায়। স্টলগুলোতে স্থান পায় প্রায় শতাধিক ধরণের পিঠা। পিঠা মেলা ঘুরে দেখা গেছে, স্টলে স্থান পাওয়া উলেখযোগ্য পিঠাগুলো হচ্ছে চিরুণী, রোজ, হৃদয়বরণ, নকশা, ডাল, বিবিখানা, পাটিসাপটা, ডিম, সেমাই, খাসতা, মিষ্টি আলু, দুধ চিতাই, সিদ্ধ কলই, বকুল, গাছ ফুল, মৌফুল, সন্দেশ, ঝাল গুড়গুড়ি, ছেইপারকুল, কাটা, মুগের ডাল, ঘিরসা, দুধপলি, রসমালাই, সবজিরোল, সামুচা, ফুলকপি, বড়া, কাঁঠালপাতা, গোকুল, বেলি, করলা, চাক্কা, পাইপ, রস সুন্দরী পিঠাসহ শতাধিক পিঠা।
নীলফামারীতে পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
অষ্টম শ্রেণি (জেএসসি) পাস পরীক্ষায় ফেল করে অভিমানে রিক্তা রানী (১৪) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সে নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ভেসকিপাড়া গ্রামের ললিত বর্মনের মেয়ে। শুক্রবার দুপুরে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। রিক্তার বাবা ললিত বর্মন জানায়, সোনারায় উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সে। অষ্টম শ্রেণির পরীক্ষায় অংশগ্রহণ করে সে পরীক্ষায় অকৃতকার্য হয়। এই ক্ষোভ আর অভিমানে বৃহস্পতিবার রাতের কোন এক সময় সে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের একটি আম গাছের সাথে দড়ি টাঙ্গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতে ৬ জুয়ারীর কারাদন্ড
নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ শহরের উপকন্ঠে উত্তরা আবাসন থেকে ৬ জুয়ারীকে জুয়া খেলার সময় আটক করেছে। বৃহস্পতিবার আটক জুয়ারীদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ৭ দিন করে কারাদন্ড প্রদান করে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশ উত্তরা আবাসনের একটি বাসার পেছনে জুয়া খেলার সময় ৭ জুয়ারীকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম প্রত্যেককে ৭ দিন করে কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, আবসনের বাসিন্দা জিয়ারুল হকের পুত্র শামীম (১৯), জসিম উদ্দিনের পুত্র রাশেদ (২৫), মৃত জহদ্দি মামুদের পুত্র আনোয়ার হোসেন (২৭), তছিম উদ্দিনের পুত্র আতিকুল ইসলাম (২৭), রিয়াজ আলীর পুত্র বাবলু (২০) ও তছলিম উদ্দিনের পুত্র হাকিম (১৯)।
নীলফামারীতে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন
বাংলা ইশারা ভাষা দিবস উদযাপিত হয়েছে নীলফামারীতে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর যৌথভাবে র্যালি ও আলোচনা সভার াায়োজন করে। শুক্রবার সকালে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস,এম রফিকুন্নবীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হক, সিভিল সার্জন ডা. øেহকান্তি চাকমা, সমাজসেবা অধিদপ্তর নীলফামারীর উপপরিচালক আব্দুর রাজ্জাক, শহর সমাজসেবা অফিসার সাদিকুর রহমান ও জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী প্রমুখ।