স্টাফ রিপোর্টার : দশম জাতীয় সংসদের নবনিযুক্ত হুইপ, শেরপুর-১ (সদর) আসনে টানা ৪ বারের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিকের গণসংবর্ধনা আজ। এ উপলক্ষ্যে তিনি আজ শনিবার বেলা ১২ টায় শেরপুরে আগমন করেছেন। প্রথমেই তিনি তার গ্রামের বাড়ি সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরে তারাকান্দি বারঘড়িয়া যান। সেখানে তিনি তার মৃত মা ও বাবার কবর জিয়ারত করেন। এরপর জেলা সার্কিট হাউজে মধ্যাহ্ন বিরতির পর বিকেলে শহরের পৌর পার্ক মাঠে গণসংবর্ধনায় যোগ দেবেন তিনি।
এদিকে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর শেরপুর সদরে জাতীয় পতাকা বাহী প্রতিমন্ত্রী পদমর্যাদায় হুইপ নির্বাচিত হওয়ায় তার গ্রামের বাড়ি থেকে শহরের বিভিন্ন সড়কের পার্শ্বে প্রায় শতাধিক শুভেচ্ছামূলক তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। আওয়ামী লীগের বাইরেও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনসহ প্রায় শতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন স্বতস্ফূর্তভাবে এগিয়ে এসেছে ওই সংবর্ধনা প্রদানে শরিক হতে। আওয়ামী লীগের বাইরেও প্রায় শতাধিক শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনাকে সামনে রেখে শেরপুরে স্বতস্ফুর্ত উৎসবের আমেজ শুরু হয়েছে। গণসংবর্ধনা শেষে সন্ধ্যায় ক্লোজ-আপ তারকাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।