লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে জেলা পর্যায়ে এএসসি, নিরাপদ মাতৃত্ব, পিএনসি, ছোট পরিবার ধারণার উম্মেষ,নবজাতকের যতœ ও পুষ্টি বিষয়ে শনিবার দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সংবাদকর্মীদের এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
![Shamol Bangla Ads](https://shamolbangla24.com/wp-content/uploads/2024/01/Ad-1-scaled.jpg)
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান ও মুখ্য আলোচক ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা আইইএম ইউনিট বিশেষজ্ঞ জেসিমিনেশন কর্মকর্তা মিসেস ফরিদা ইয়াসমিন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা উপ-পরিচালক ডাঃ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা এসএম শফিকুল ইসলাম, গোকুল রায়, মিজানুর রহমান মিজু,আহম্মেদুর রহমান মুকুল প্রমুখ।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)