কুষ্টিয়া প্রতিনিধি : ২০১৪ সালের স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় যশোর বোর্ডে অধীনে ১০ জেলার ১ লাখ ৩০ হাজার ৩০২ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১৮ হাজার ২৯৩ জন। অর্থাৎ এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১২ হাজার। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুহাম্মদ আবু দাউদ।
জানা যায়, এ বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৪৮৫টি স্কুলের ১লাখ ৩০ হাজার ৩০২ জন পরীক্ষার্থী পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। এদের মধ্যে ৬৬ হাজার ৩৩২ ছাত্র ও ৬৩ হাজার ৯৭০ ছাত্রী রয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগের ৬৬ হাজার ৯৬ জন, বিজ্ঞানের ৯ হাজার ৯২৭ জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ৪০ হাজার ৯৫৪ জন রয়েছে। খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী যশোরে ২৩ হাজার ৬৪৯ জন ও সবচেয়ে কম পরীক্ষার্থী মেহেরপুরে ৪ হাজার ৮৭৭ জন।
এছাড়া খুলনায় ২১ হাজার ৩১০ জন, বাগেরহাটে ১১ হাজার ৪৫১জন, সাতক্ষীরায় ১৫ হাজার ৬৬ জন, কুষ্টিয়ায় ১৫ হাজার ৪৩৬ জন, চুয়াডাঙ্গায় ৮ হাজার ১২১ জন, নড়াইলে ৬ হাজার ৫১৫ জন, ঝিনাইদহে ১৪ হাজার ৭৪০ জন ও মাগুরায় পরীক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ১৩৭।