মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরে দ্বি-বার্ষিকী সম্মেলন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে মোনাখালী অনির্বান সমাজ কল্যান সংস্থা। শনিবার বেলা সাড়ে ১১টার সময় মোনাখালি বাজার থেকে একটি র্যালি বের হয়ে মোনাখালি বাজার প্রদক্ষিন করে মোনাখালী দক্ষিনপাড়া আ¤্রকাননে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চান্দু, সভাপতিত্ব করেন ব্যাংকার নাসির উদ্দিন। অনির্বান সমাজ কল্যান সংস্থার সভাপতি রুস্তম মোল্লা সহ সংস্থার সকল সদস্যরা র্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)