বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। উপজেলার আমজানখোর এলাকার ক্যাম্পের হাট তিন রাস্তার মোড়ে বিকল পাল(২৮) নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন চার্জ রুহুল কুদ্দুসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আমজানখোর এলাকার ক্যাম্পের হাট তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ভারতীয় ৫০ বোতল ফেনসিডিলসহ কোটপাড়া গ্রামের কৃষ্ণ পালের পুত্র মাদক ব্যবসায়ি বিকল পালকে আটক করে। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
বালিয়াডাঙ্গীতে সড়ক দূর্ঘটনায় পথচারি নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আরাজি সরলিয়া পুকুরের সামনে সড়ক দূর্ঘটনায় পথচারি ঘটনাস্থলে এক পথচারি নিহত হয়েছে। নিহত পথচারি বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর ডাঙ্গীপাড়া গ্রামের মরহুম লিয়াকত আলীর ছেলে আবুল কাশেম (৬০) ।
স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল ৪টায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের আরাজি সরলিয়া পুকুরের সামনে পাকা রাস্তা পারাপারের সময় ঢাকা মেট্রো-ন-১১-১৪৩৬ পিকাপের ধাক্কায় পথচারি আবুল কাশেম ঘটনাস্থলে নিহত হয়েছে। ঘাতক পিকাপটি ঘটনাস্থলে রেখে গাড়ী চালক পালিয়ে যায়। সংবাদ পেয়ে বালিয়াডাঙ্গী থানার এসআই লাইসুর রহমান ও তার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরীর পর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
