ads

শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নওগাঁর কলেজগুলোতে ১৩ বছর ধরে ছাত্র সংসদের নির্বাচন হয়নি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৮, ২০১৪ ৮:১৯ অপরাহ্ণ

Naogaon-mapনওগাঁ প্রতিনিধি : গত ১৩ বছর ধরে নওগাঁর কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় ভাল রাজনীতিবিদ গড়ে উঠছে না। ফলে নওগাঁর ছাত্র রাজনীতির সাথে জরিতদের মধ্যে নেতৃত্বের বিকাশ না ঘটায় তারা পড়াশুনায় মনোযোগি না হয়ে রাজনীতিকে টাকা উপায়ের পথ ভেবে নিজেদেরকে অন্ধকারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ ভাবে চলতে থাকলে আগামীতে রাজনীতি মেধাশূন্য হয়ে পড়বে, যাতে দেশের অগ্রযাত্রা ব্যহত হবে। ছাত্র রাজনীতি ও কলেজের ছাত্র সংসদ সম্পর্কে উপরের মন্তব্যটি করলেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান। তিনি বলেন, যতদুর মনে পরে নওগাঁর বিভিন্ন কলেজের মধ্যে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ২০০১ সালে নওগাঁ সরকারি কলেজে। এর পর নওগাঁ জেলার কোন কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ফলে কলেজে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছাত্র-ছাত্রীরা রাজনৈতিক চর্চ্চার বিশেষ সুযোগ না পেয়ে কলেজ চত্তরে নিজ নিজ দলের শ্লোগান নিয়ে মাঝে মধ্যে মিছিল আর বিক্ষোভ সমাবেশ নিয়েই মেতে থাকে। এখনকার ছাত্র রাজনীতির সাথে জড়িত নেতা কর্মীরা তাদের দলের কোন দর্শন যানে না। তারা লেখাপড়া ছেড়ে টেন্ডার বাজি সহ নানা অপকর্মে জড়িয়ে পরে। তিনি মনে করেন, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্র রাজনীতির সাথে জড়িতরা একদিকে যেমন দল ও দেশ পরিচালনায় দক্ষতা অর্জন করবে অপর দিকে তেমনই তাদের রাজনৈতিক মেধারও বিকাশ ঘটবে।

Shamol Bangla Ads

স¤প্রতি নওগাঁ সরকারি কলেজের তালাবদ্ধ ছাত্র-সংসদ কক্ষ দেখে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ছাত্র ও শিক্ষকদের মতামত জানতে গেলে নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান এভাবে তার মতামত ব্যক্ত করেন। তিনি মনে করেন বর্তমানে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছাত্র নেতারা তাদের দলের আদর্শ উদ্দেশ্য এমনকি কর্মসূচী সর্ম্পকেও কোন ধারণা রাখে না।
বিষয়টি নিয়ে নওগাঁ সরকারি কলেজের ছাত্রলীগ ও ছাত্রদলের একাধিক নেতা-কর্মীর সাথে কথা বলতে গেলে তারা সকলেই নাম প্রকাশ না করার শর্ত অরোপ করে। তাদের শর্ত মেনে নিয়ে কথা হয় ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে। তারা অকপটে স্বীকার করেন যে, তারা কেউই ৬ দফা ও ১১ দফা জানেনা। এমনকি তারা এবারের নির্বাচনের আগে তাদের মূলদল কি রাজনৈতিক কর্মসূচী দিয়েছে তাও বলতে পারে নি। তবে আলোচনায় অংশগ্রহণকারি সকল ছাত্রলীগ নেতা-কর্মী দাবি করে বলেছেন যে, তারা কেউই টেন্ডারবাজির সাথে জড়িত নয়। ছাত্রলীগ কর্মীরা অভিযোগ করে বলেন, তাদের দল ক্ষমতায় আসার আগে ছাত্র দলের নেতারা কলেজের বিভিন্ন কাজে অযাচিত হস্তক্ষেপ করে ছাত্রাবাসের বিদ্যুৎ বিল, পানির বিল সহ বিভিন্ন খাতের টাকা পয়সা লুটেপুটে খাওয়ায় গত ‘পাঁচ বছর ধরে’ কলেজের ছাত্রাবাসের বিদ্যুৎ বিল ও পানির বিলের বিপুল পরিমান টাকা বকেয়া পড়ে গেছে। ছাত্রলীগের নেতা কর্মীরা আরো অভিযোগ করেন, বর্তমানে নওগাঁয় ছাত্রদল নেতাদের মধ্যে অধিকাংশই ছাত্রদের বাবা এবং দু একজন প্রতিষ্ঠিত ঠিকাদার।
এব্যাপারে ছাত্রদলের নেতা কর্মীদের সাথে কথা বলা হলে তারা বলেন যে, তাদের দল ক্ষমতায় থাকা অবস্থায় তারা কলেজের দাপ্তরিক কোন কাজ কর্মে হস্তক্ষেপ করে নি। তারা অভিযোগ করে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ছাত্রলীগের নেতা কর্মীরা ভর্তি বানিজ্য সহ কলেজের সকল দাপ্তরিক কাজে হস্তক্ষেপ করা শুরু করেছে। এ কারণে গত কয়েক বছর ধরে কলেজের ছাত্রাবাসের বিদ্যুৎ বিল বকেয়া পড়ে গেছে। এ ছাড়াও ছাত্রলীগের নেতা কর্মীরা কলেজে বসেই টেন্ডারবাজিতে অংশ নেওয়ায় কলেজ প্রাঙ্গন এখন ঠিকাদারদের একটি আড্ডা স্থলে পরিণত হয়েছে। এ ছাড়া এখনকার ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে দুটি দল থাকায় প্রায়ই তাদের মধ্যে গোলযোগ হয় এবং এ সকল গোলযোগ নিয়ে ছাত্রদল কর্মীদের অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করা হয়।
বিষয়টি নিয়ে শিক্ষকদের সাথে কথা বলতে গেলে শিক্ষকেরা জানান, বর্তমানে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছাত্রদের মধ্যে শিষ্টাচারের যথেষ্ট অভাব রয়েছে। এখনকার ছাত্র নেতারা শিক্ষক সাধারণ কক্ষে এসে বিনা অনুমতিতে শিক্ষকদের চেয়ারে বসে পড়ে। শিক্ষকদের অভিযোগ, মুলদলের নেতারা ছাত্র নেতাদের প্রকৃত রাজনীতি না শিখিয়ে অনেক সময়ে ব্যক্তি স্বার্থে ছাত্র সংগঠনের নেতা কর্মীদের শিক্ষদের বিরুদ্ধে অহেতুক ক্ষেপিয়ে তুলে মাঝে মধ্যে কলেজে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি করেন।
মতামত প্রকাশ করতে গিয়ে সাধারন শিক্ষার্থি ও শিক্ষকবৃন্দ জানান, দেশে রাজনীতির বিকাশের জন্য অবিলম্বে সকল কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!