চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্তের দেড়শ’ গজের ভেতর, ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ সীমান্তের জিরো পয়েন্টে ডিউটি পোস্ট নির্মাণ করায় বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিজিবি- বিএসএফ সীমান্তে বাংকার কেটে অস্ত্র উঁচিয়ে মুখোমুখি অবস্থান নেয়ায় সীমান্তবাসীর মধ্যে আতঙ্কিত ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ হঠাৎ করে অস্থায়ী এ ক্যাম্প স্থাপন করায় এ উত্তেজনার সৃষ্টি হয়। সীমান্তবাসী জানান, ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ১১৩ ব্যাটালিয়নের বিজয়পুর ক্যামেপর বিএসএফ সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তে হঠাৎ ডিউটি পোস্ট স্থাপন শুরু করলে বিজিবি তাতে বাধা দেন। বিজিবির বাধা উপেক্ষা করে বিএসএফ তাদের ডিউটি পোস্ট নির্মাণ অব্যাহত রাখলে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বিজিবি-বিএসএফ সীমান্তে বাংকার কেটে অস্ত্র উঁচিয়ে মুখোমুখি অবস্থান নেয়ায় সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শুক্রবার বেলা ১১টায় বিএসএফ পতাকা বিজিবির সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে বিএসএফ তাদের নির্মাণাধীন ডিউটি পোস্ট দ্রæত সরিয়ে নেয়ার কথা বললে পরিস্থিতি শান্ত হয়। তবে বিএসএফ বৈঠকে দেয়া কথা অনুযায়ী তা সরিয়ে না নেয়ায় সীমান্তবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনুষ্ঠিত বৈঠকে বিএসএফ ভুল স্বীকার করে নির্মাণাধীন ডিউটি পোস্ট দ্রæত সরিয়ে নেয়ার কথা দিয়েছে। তিনি আরো ও জানান বিএসএফ আজ শনিবার বিএসএফ তাদের ডিউটি পোস্ট সরিয়ে নিয়েছে।