আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলার তেতুল বাড়িয়া গ্রামে শুক্রবার গভীর রাতে সুলতান (৬৫) নামে এক জুয়ারুর অন্য জুয়ারুদের হাতে খুন হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এছাড়া আমতলী উপজেলার বৈঠাকাটা থেকে আব্দুর রব (৫০) নামে এক জেলের মৃত্যু দেহ উদ্ধার করেছে আমতলী পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছোট বগী ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের সিদ্দিক খানের বাড়িতে শুক্রবার রাতে জুয়ার আসর বসে ঐ আসরে তালতলীর গাববাড়িয়া গ্রামের সুলতান জুয়া খেলায় অংশ নেয়। রাত ২ টার দিকে অন্য দুই জুয়াড়ী রফিক ও মস্তফা নিহত সুলতানের বড় ভাই আলম হাওলাদারের কাছে সুলতানের অসুস্থতার খবর জানায়। সকালে বাড়ির লোক জন ঘুম থেকে উঠে বাড়ির ঊঠানে সুলতানের লাশ দেখতে পায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ ও নিহতের বড় ভাই আলমের ধারনা অন্য জুয়ারুরা সুলতানকে পিটিয়ে হত্যা করে লাশ ফেলে রাখে। এ ঘটনার পর অন্য জুয়ারুরা পলাতক রয়েছে।