তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে শুক্রবার রাত ১০টায় ২’শ বোতল ফেনসিডিল বোঝাই ট্রাকসহ ৩জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো; ট্রাক চালক নারায়নগঞ্জের ফতুল্লার আলিগঞ্জের গোলাপ সরদারের ছেলে রনি, মাদক ব্যবসায়ী চৌদ্দগ্রামের কোদালিয়ার মফিজুর রহমানের ছেলে মহি উদ্দিন ও পায়াগ্রামের তনু মিয়ার ছেলে মনির হোসেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এএসআই আবুল হোসেন ও এএসআই আবদুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিমাতলী রাস্তার মাথায় শুক্রবার রাত ১০টায় ফেনীমুখী ট্রাক (লক্ষীপুর-ট-০৫-০০২৩) আটক করে। পরে সেটি তল্লাশী চালিয়ে ২’শ বোতল ফেনসিডিলসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা শেষে শনিবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
চৌদ্দগ্রামে বিষপানে যুবকের আত্মহত্যা
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা :কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সন্ধ্যায় এক যুবক বিষ পানে আত্মহত্যা করেছে। নিহত যুবক মোহাম্মদ টিপু কালিকাপুর ইউনিয়নের সমেশপুর (বাঙ্গালমুড়ি) গ্রামের নুরুল ইসলামের ছেলে।
জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে টিপু ঘরের লোকজনের সাথে ঝগড়া করে। এক পর্যায়ে ক্ষীপ্ত হয়ে সে শুক্রবার সন্ধ্যায় সবার অজান্তে বিষপান করে আত্মহত্যা করে। চৌদ্দগ্রাম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুমিলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।