পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ট্রেন থেকে পড়ে শিশু ও ফরিদপুরে বাস চাপায় সিএনজি যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৮ ফেব্রুয়ারী শনিবার ওই ঘটনা ঘটে।
ঈশ্বরদী-ঢাকা রেললাইনের পাবনার চাটমোহর উপজেলার গুয়াখড়া রেলস্টেশনের অদূরে আন্ত:নগর ট্রেন থেকে নীচে পড়ে অজ্ঞাত এক শিশুর (১৩) মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ড্যাঙ্গার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী আন্ত:নগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি গুয়াখড়া স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ছাদে ভ্রমনকারী এক শিশু নীচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই শিশুটির মৃত্যু হয়। চাটমোহর থানার ওসি আসাদুজ্জামান মুন্সি ঘটনাটি নিশ্চিত করে জানান, বিষয়টি রেলওয়ে পুলিশের। সংশ্লিষ্টদের জানানো হয়েছে। এদিকে পাবনার ফরিদপুরে শ্বশুড় বাড়িতে বেড়াতে যাবার সময় সড়ক দূর্ঘটনায় খলিলুর রহমান (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত খলিলুর জেলার বেড়া উপজেলার নাকালিয়া গ্রামের আব্দুল আওয়াল শেখের ছেলে।
পুলিশ জানায়, নিজ বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিকশায় চড়ে ফরিদপুরে শ্বশুড় বাড়িতে যাচ্ছিলেন খলিল। দুপুর ১২টার দিকে ফরিদপুর-বাঘাবাড়ি মহাসড়কের পাথাইলহাট নামক স্থানে অসাবধানতাবশত অটোরিকসা থেকে পড়ে যান তিনি। এ সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে তার মৃত্যু হয়।