কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দিপু (১১) নামের এক শিশু নিহত হয়েছে। ৮ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় ওই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে।
জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খলিসাকুন্ডি পাইকপাড়া থেকে দ্রুতগামী একটি ট্রাক খলিসাকুন্ডি কাঁচা বাজারমূখি আসার পথে খলিসাকুন্ডি মালিথাপাড়ার হরিতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। দিপু ও তার ফুফাতো ভাই সবুজ খলিসাকুন্ডি খোয়াড়পাড়ায় বোনের বাড়ী যাচ্ছিল। পথের মধ্যে ঘাতক ট্রাকটি দিপু ট্রাকের চাকায় পিষ্ট হলেও তার ফুফাতো ভাই অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। তার অবস্থাও আসংকাজনক বলে জানা যায়। এ দিকে ঘটনার পর ঘাতক ট্রাকটি খলিসাকুন্ডি কাঁচা বাজার থেকে আটক করা হয়। বর্তমানে ঘাতক ট্রাকটি খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পে পুলিশ হেফাজতে রয়েছে। নিহত দিপু পার্শ¦বতি মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুরের বাবলুর ছেলে।