তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা শিক্ষা বোর্ডে ২৮তম চেয়ারম্যান হিসেবে বৃহস্পতিবার যোগদান করেছেন প্রফেসর মোঃ অলিউর রহমান। এর আগে তিনি একই বোর্ডের সচিব হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তাছাড়াও তিনি একাধিকবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বোর্ড সূত্রে জানিয়েছে, গত ২২ জানুয়ারি পূর্বের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবুল কাসেম মিয়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করায় উক্ত পদটি শূন্য হয়। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী গতকাল প্রফেসর মোঃ অলিউর রহমানকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলে সন্ধ্যায় তিনি তার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। যোগদান পরবর্তী প্রতিক্রিয়ায় নতুন চেয়ারম্যান বলেন, যে কোন প্রতিষ্ঠানকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে প্রয়োজন ঐ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সেতুবন্ধন স্থাপন করা। কারণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকলে প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত হয়। তাই পরিবারের সদস্যদের ন্যায় একে অপরের সহযোগী হিসেবে ভূমিকা রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে কুমিলা শিক্ষা বোর্ডকে একটি মডেল শিক্ষা বোর্ডে পরিণত করতে চাই। যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ, কলেজ পরিদর্শক ড. মোঃ নিজামুল করিম, বিদ্যালয় পরিদর্শক সোমেশ কর চৌধুরী, উপ-পরিচালক মোঃ আবদুস সালাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সিহাব উদ্দিন আহমেদ, নিখিল চন্দ্র রায়, মোঃ বাহাদুর হোসেন, উপ-সচিব (একাডেমিক) নূর মোহাম্মদ, উপ-বিদ্যালয় পরিদর্শক মোঃ কামরুজ্জামান, উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী ও হিসাব রক্ষণ অফিসার মোঃ জাফর ছাদেক প্রমুখ। তাছাড়াও কর্মচারী কল্যাণ সমিতি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আবদুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন, জামশেদ আলম চৌধুরী, দপ্তর সম্পাদক বিজন কুমার চৌধুরী এবং নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
