কালিয়া (নড়াইল) প্রতিনিধি : কিশোরীদের শিক্ষা ও জীবন দক্ষতার পাশাপাশি জেন্ডার সম্পর্কে সম্যক ধারণা সৃষ্টির লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলার ৭৭নং পশ্চিম পেড়লী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পিএসটিসি-বালিকা প্রকল্পের প্রথম সেশনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে ১১নং পেড়লী ইউপির চেয়ারম্যান আনিসুল ইসলাম বাবু প্রধান অতিথি হিসাবে কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষে সংশ্লিষ্ট বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু মুছা রানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিএসটিসি-বালিকা প্রকল্পের কালিয়া উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পশ্চিম পেড়লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক শেখ, নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এম এম মাসুম রেজা, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, পেড়লী ইউপির সদস্য শেখ রহমত হোসেন ও ইব্রাহিম শেখ। অন্যান্যের মধ্যে প্রকল্পের কালিয়া উপজেলা শাখার সহকারী ব্যবস্থাপক মিহির কুমার দাস, পেড়লী ইউপির আউটস্কুল ফ্যাসিলিটেটর জুঁই ঘোষ ও ইনস্কুল ফ্যাসিলিটেটর সাবিনা ইয়াসমীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রকল্প কর্তৃক নির্বাচিত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ৩০জন কিশোরী অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বালিকা প্রকল্পের গৃহীত কার্যক্রমের মাধ্যমে কিশোরীরা ল্যাপটপ ও ট্যাবসহ বিভিন্ন উপকরণের ব্যবহার শিখে তথ্য প্রযুক্তি ও জীবন দক্ষতার পাশাপাশি জেন্ডার সম্পর্কে সম্যক ধারণা পাবে। ফলে কিশোরীদের মানসিকতা ও সামাজিক চিন্তা-ভাবনা উন্নয়নের পাশাপাশি সমাজের বিদ্যমান কুসংস্কার দূর হয়ে সৃজনশীল মনভাব গড়ে উঠবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে নারী-পুরুষের ভেদাভেদ ভুলে গিয়ে সমতার মাধ্যমে সবাই মিলেমিশে একযোগে কাজ করতে উৎসাহিত হবে। উলেখ্য, রাজকীয় নেদারল্যান্ড সরকারের অর্থায়নে পিএসটিসি-বালিকা প্রকল্পের উদ্যোকে ১২-১৫ বছর বয়সী বিদ্যালয়গামী ও ১২-১৮ বছর বয়সী বিদ্যালয় থেকে ঝরেপড়া কিশোরীদের উন্নত জীবন-যাপনের সুযোগ সৃষ্টি, জেন্ডার সম্পর্কে সম্যক ধারণা, শিক্ষা, জীবন দক্ষতা, জীবিকা ও এলাকার জনগণের মাঝে গতিশীলতার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নড়াইলের কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে পিএসটিসি-বালিকা প্রকল্পের কার্যক্রম চলছে।
