ads

শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০১৪ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় নারী-শিশুসহ ২৫ যাত্রী গুরুতর আহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৮, ২০১৪ ১২:৩৯ অপরাহ্ণ

Kalaroa Accident Picআরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়া সড়ক দূর্ঘটনায় যাত্রীবাহী বাস উল্টে নারী-শিশুসহ অন্তত ২৫জন যাত্রী গুরুতর আহত হয়েছে। এছাড়াও কমবেশি আহত হয়েছে বাসে থাকা অপর প্রায় ৩০জন যাত্রী। শুক্রবার দুপুর ১২টার দিকে কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ এলাকায় যশোর-সাতক্ষীরা মহাসড়কে দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় যশোরমুখি যাত্রীবাহী বাসটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা খেয়ে রাস্তার উপর উল্টে যায়। মিলন, মাসুদ, জুলফিকারসহ প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরমুখি দ্রæতগামী যাত্রীবাহী বাস (সাতক্ষীরা-জ-০৪-০০৭৭) কলারোয়ার শেখ আমানুল্লাহ কলেজের ১ম গেট এলাকায় পৌছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সরাসরি সজোরে ধাক্কা মারলে বাসটি রাস্তার উপর উল্টে যায়। গাছটি বাসের সামনের বড়অংশ ভেদ করে মারাত্মক ক্ষতিগ্রস্থ করে। দুমড়েমুচড়ে যাওয়া বাসটির ক্ষতিগ্রস্থ’র ভয়াবহতা দেখলেই অনুমিত হবে যে ওই বাসের যাত্রীরা কতোটা গুরুতর আহত। এ দূর্ঘটনায় বাসে থাকা প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়। কয়েকজনের অবস্থা আশংকাজনক। এলাকাবাসী ও পথচারীরা দ্রæত আহতদের উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া কয়েকজন হলো যশোর-পুলেরহাটের এনামুল (৩০), আ. রহমান (২৫), শার্শার ধলদহের জামাল হোসেন (২০), মদনপুরের তাজউদ্দিন (২০), খুলনার হাসান (১২), চালতীতলার মোসলেম ঢালী (৪০), খুলনার ডুমুরীয়ার সুকুমার বৈরাগী (৫৫), বাগআঁচড়ার কুমরির রাজু (২২), ইলিশপুরের সালাম (২২), কামরুল ইসলাম (৩২), সাতক্ষীরার কাওনডাঙ্গার আ. রহমান (৪০), ঝিকরগাছার নায়ড়ার চঞ্চল (৭), লুৎফর (৫০), শ্রীপতিপুরের মেঘনা খাতুন (২২), যশোর পুলেরহাটের হাসান (২৫), সোনাতনকাটির আসাদুজ্জামান (৪), ময়না (২৮), ফতেমা খাতুন (৪৫)। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে বাসটি উদ্ধার করেছে। দূর্ঘটনার পর থেকে বাসের ড্রাইভার, কন্ড্রাকটর ও হেলপার পলাতক রয়েছে বলে জানা গেছে।

Shamol Bangla Ads

কলারোয়া সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে বিজিবি-বিএসএফের যৌথ টহল

সাতক্ষীরার কলারোয়া সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে যৌথ টহল দিয়েছে বিজিবি ও বিএসএফ। উপজেলার চান্দুড়িয়া সীমান্তে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত প্রায় সাড়ে ১০টা পর্যন্ত ওই যৌথ টহল অনুষ্ঠিত হয়। বিজিবি সূত্র জানায়, চান্দুড়িয়া বিওপির ৬জন বিজিবি সদস্য ও ভারতের উত্তর ২৪পরগণা জেলার স্বরূপনগর থানার গোবরা ক্যাম্পের ৬জন বিএসএফ সদস্য ওই যৌথ টহলে অংশ নেন। সীমান্তে শান্তি-নিরাপত্তা ও সব ধরনের চোলাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে চান্দুড়িয়া সীমান্তের ১৬/৮এস পিলার থেকে ১৭/৭ এস পিলার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ব্যাপি ওই টহল চলে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!