ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হলেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারী।
বিএনপির কেন্দ্রীয় কমিটি ও উপজেলা নির্বাচনে বৃহত্তর ময়মনসিংহ জেলার দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ময়মনসিংহ(দক্ষিণ) জেলা শাখার সভাপতি একেএম মোশারফ হোসেন স্বাক্ষরিত পত্র মূলে জানাগেছে, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারী ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক একেএম মোশারফ হোসেন স্বাক্ষরিত ওই পত্র মূলে ইসলামপুর উপজেলা বিএনপির সকল স্তরের নেতাকর্মীকে বিএনপির একক প্রার্থী হিসাবে মাকছুদুর রহমান আনছারীর পক্ষে কাজ করার জন্য জামালপুর জেলা বিএনপিকে নির্দেশ প্রদানের অনুরোধ করা হয়েছে বলেও জানাগেছে।
উলেখ্য, বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পর চেয়ারম্যান প্রার্থী মাকছুদুর রহমান আনছারী উপজেলা ও পৌর বিএনপি সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার সর্বত্র ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।