তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলা ভূমি কুমিল্লা ধর্মসাগর ও জেল খানার সংলগ্ন জলাশয় ভূমিতে হেমন্তের শীতের আমেজ পাওয়ার সঙ্গে সঙ্গে অতিথি পাখির কলতানে মুখরিত হতে শুরু করেছে ওই স্থান গুলোতে। প্রতিদিনই আসছে ঝাঁকে ঝাঁকে হাজারো অতিথি পাখি। হেমন্তের শীত সঙ্গীত সকালে সোনামাখা রোদে ওই সমস্ত জলাশয়ে হাজারো অতিথি পাখির কলকাকলি। সারাদিন পুরো এলাকায় মুক্ত ডানায় ঝাঁক বেঁধে চক্রাকারে উড়ে বেড়াচ্ছে হাজারো অতিথি পাখি। অতিথি পাখিদের আগমনের ফলে প্রতি বছরের ন্যায় আবারও মুখরিত হয়ে ওঠেছে প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি কুমিল্লা ধর্ম সাগর ও জেল খানা সংলগ্ন জলাশয় ভূমি। অতিথি পাখিদের অধিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে আগামী বছর ব্যাপক হারে পাখি আসতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।