স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদী উপজেলার মামদামারী গ্রামে ঐতিহ্যবাহী ষাঁড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ষাঁড় দৌড় প্রতিযোগিতা কমিটির উদ্যোগে ৭ ফেব্র“য়ারী শুক্রবার বিকালে প্রথম পর্বের প্রতিযোগিতায় ষাঁড়ের ৪ টি দল অংশ গ্রহণ করে। এ প্রতিযোগিতা আরও ৩ টি পর্বে অনুষ্ঠিত হবে বলে জানান সংশ্লিষ্টরা। এতে স্থানীয়সহ শেরপুর, জামালপুর জেলার বিভিন্ন এলাকা থেকে ষাঁড়ের দল এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে।
