রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পরিবার পরিকল্পনা বিভাগে চুরির মাত্র ৬ দিনের মাথায় এবার রহস্যজনক চুরির ঘটনা ঘটল প্রাণিসম্পদ বিভাগে। বারান্দার গ্রীল কেটে প্রবেশ করে স্টোররুম সহ ৪টি রুমের তালা ভেঙ্গে প্রায় অর্ধলক্ষ টাকার মালা মাল চুরির ঘটনা ঘটেছে।
নওগাঁ জেলা অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুছ ছালাম জানান, বুধবার রাতে প্রাণিসম্পদ বিভাগের উত্তর বারান্দার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। এর পর স্টোররুম, অফিস রুম সহ ৪টি রুমের তালা ভেঙ্গে ১টি সিপিউ, ১টি ইউপিএস, ১টি ভোল্ট স্ট্যাপলাইজার সহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। তবে স্টোররুম থেকে কোন ঔষধ চুরি হয়নি বলে পরিদর্শনে আসা ওই কর্মকর্তা জানান। এর আগে গত ৩১ জানুয়ারী পরিবার পরিকল্পনা বিভাগে একই কায়দায় রহস্যজনক চুরির ঘটনা ঘটে।
এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মাসউদ চৌধুরী জানান, প্রাণিসম্পদ বিভাগে চুরির কথা শুনেছি। তবে এখনো কোন অভিযোগ বা মামলা হয়নি।
