বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি : বাবুগঞ্জ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাসিমা বেগমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার বিকাল ৪টায় খানপুর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। সহকারী উপজেলা শিক্ষা অফিসার দিলদার-নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এস এম আমিরুল ইসলাম,উপজেলা ইন্সষ্ট্যাক্টর ইউআরসির গৌতম কুমার বিশ্বাস,সহকারী ইন্সষ্ট্যাক্টর মোঃ জাহাঙ্গীর হোসেন ।অনুষ্ঠানে বিদায়ী সহকারী শিক্ষা অফিসার নাসিমা বেগমকে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও মানপত্র দিয়ে সংবর্ধিত করা হয়।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ সাইদুল ইসলাম হারুন,সাধারন সম্পাদক প্রধান শিক্ষক মাসুদ আহম্মেদ,সাবেক সভাপতি প্রধান শিক্ষক নুরুল হক,শিক্ষক নেতা প্রধান শিক্ষক মোক্তার হোসেন প্রমূখ। সভার শুরুতেই সদ্য সরকারী হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিাকাদের ফুল দিয়ে বরন করে নেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
ডাচ বাংলা ব্যাংকের ফাষ্ট ট্র্যাক সার্ভিস এবার বাবুগঞ্জে
বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি ঃ বাবুগঞ্জ উপজেলায় এই প্রথম অনলাইন ব্যাংকিং সেবা নিয়ে এলো ডাচ-বাংলা ব্যাংক ফাষ্ট ট্র্যাক সার্ভিস। উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বাজারের ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক সার্ভিসের শাখা হওয়ায় উপজেলার কয়েক হাজার গ্রাহকের অর্থনৈতিক লেনদেরে চাহিদা পূরন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বাবুগঞ্জে অবস্থিত ফাস্ট ট্রাস্ক সার্ভিসের এ,ডি,সি ব্যবস্থাপক মোঃ আবদুল মমিন জোয়াদ্দার। তিনি জানান,এটিএম বুথের মাধ্যামে ২৪ ঘন্টা টাকা উত্তোলন, একাউন্ট খোলাসহ ব্যাংকিং সকল সেবার নিশ্চয়তা নিয়ে এবং সাধারন মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌছে দেয়ার উদ্দেশ্যে ডাচ-বাংলাব্যাংকের ফাস্ট ট্র্যাক সার্ভিস চালু হয়েছে।