ads

শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে কুষ্টিয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০১৪ ২:০১ অপরাহ্ণ

Sattodol Micil Picকুষ্টিয়া প্রতিনিধি : ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তি ও সাড়া দেশে হত্যা ও গুমের প্রতিবাদে বিক্ষো মিছিল করেছে কুষ্টিয়া সরকারী কলেজ,শহর ও সদরখানা ছাত্রদল। বুধবার সকাল ১১টায় মিছিলটি কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষণ করে ৫ রাস্তার মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ১৯ দলীয় জোটের নেতৃবৃন্দ।

Shamol Bangla Ads

সমাবেশে সভাপতি বক্তব্যে মেহেদী রুমী বলেন, দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অবৈধ সরকার ১৯ দল এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপর হামলা মামলা নির্যাতন চালাচ্ছে। ক্রসফায়ারের নামে পরিকল্পিত ভাবে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই একদলীয় শাসন চলছে। বিনা প্রতিদ্ব›িদ্বতার নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। ১৫৩ টি আসন তারা নির্বাচনের আগেই জিতে নিয়েছে। তামাশার মাধ্যমে একটি অবৈধ সরকার গঠন করা হয়েছে। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে অবৈধ সংসদ গঠন এ সরকার। তিনি ছাত্রদলের কেন্দ্রিয় সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তি দাবী করেন।ু
সোহরাব উদ্দিন বলেন, দেশবাসী আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনে সাড়া না দিয়ে প্রমাণ করেছে, এই নির্বাচন তারা মানে না। এতে আওয়ামী লীগের চরম পরাজয় হয়েছে। বেগম খালেদা জিয়ার ভোট বর্জনের আহŸানে জনগণ সাড়া দিয়ে ভোট দিতে যায়নি। তিনি বলেন, ইতিহাসে কোনো স্বৈরশাসকের শাসন দীর্ঘায়িত হয়নি এ সরকার ও হবে না। তিনি বলেন, দেশে নীলনকশা করে ১৯ দলের রাজনীতিবিদকে পরিকল্পিত হত্যার চক্রান্ত চলছে। এরই অংশ হিসেবে গত কয়েক দিনে ১৯ দলের বহুসংখ্যক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, এ্যাড.গোলাম মহাম্মাদ, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান আল কাদেরী, এসএম ওমর ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, যোগাযোগ সম্পাদক হাজী রবিউল আউয়াল, ক্রীড়া সম্পাদক আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম মাসুদ, যুগ্ম আবায়ক আরিফুর রহমান সুমন, সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রমান সুমন, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাপ্পী, সহ সভাপতি শহর ছাত্রদলের সভাপতি মাফুযজুর রহমান মিথুন, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিংকু, সদর থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল আউয়াল বাদশা, আবু হেনা মোস্তফা আরিফ।

আমাদের অহংকার এই একুশ আজ শুধু বাংলা ভাষা-ভাষীদের মধ্যে সীমাবদ্ধ নয়
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন

Shamol Bangla Ads

DCকুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, আমাদের স্বাধীনতা, জাতীয় ঐক্য, সংহতি, আমাদের বিজয়, হƒদয়মথিত আবেগ, ভালবাসা, সংকল্প, স্বপ্নÑসবই একুশকে ঘিরে। স্বাধীনতার মূল চেতনা ও বাংলার সবুজ জমিনে লাল রক্তের বীজ বোনার সূচনা একুশ থেকেই। বীরের এই জাতির শৌর্যমন্ডিত ও গৌর্বিত এক মাইল ফলক, স্মৃতি জাগানিয়া এই মহান একুশ। মায়ের ভাষার কোন বিকল্প নাই। নদীর স্রোতকে যেমন বাধা দিয়ে রাখা যায় না। ঠিক তেমনই বিশ্বে বাংলা ভাষাকেও আটকিয়ে রাখতে পারবে না। প্রতিবাদ, সংগ্রাম আর রক্তপাত ঐতিহাসিক ভাষা আন্দোলনের মাহেন্দ্রক্ষণ বায়ান্ন’র এই দিনে বাংলা মায়ের সূর্যসন্তানদের অকাতরে জীবন বিলিয়ে দেয়ার মধ্য দিয়ে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের অহংকার এই একুশ আজ শুধু বাংলা ভাষা-ভাষীদের মধ্যে সীমাবদ্ধ নয়। সমগ্র বিশ্ব মাতৃভাষার জন্য ত্যাগ স্বীকারকারী বাঙালির অপরিসীম ত্যাগের এই মহান আদর্শকে গভীর শ্রদ্ধা জানিয়ে কৃতজ্ঞতার সঙ্গে পালন করবে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাকে সার্বিক সহযোগিতা করেন অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনার কলি মাহবুব, নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ, জাহিদুল ইসলাম, উত্তম কুমার রায়,এনডিসি মোহাম্মদ রাসেল মিয়া ও সৈয়দ আশরাফুজ্জামান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুদ্দোজা, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.জমির উদ্দিন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা,কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খদেজা খাতুন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল,বিশিষ্ট গবেষক,শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, গোলাম নবী, জেলা সমাজসেবার উপ-পরিচালক আব্দুল গনি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নাছিম উদ্দিন আহমেদ, সাবেক ডেপুটি কমান্ডার হাজী রফিকুল আলম টুকু, কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক নিভা রানী পাঠক, কুয়াতুল ইসলাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান, ইসলামিয়া কলেজের অধ্যক্ষ নওয়াব আলী, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক মোল¬া, ব্র্যাক জেলা প্রতিনিধি মোতাহার হোসেন, কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হামরা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন,জেলা শিল্পকলা একাডেমির শাহিন সরকার, কবি শুকদেব সাহা, কবি দরবেশ হাফিজ জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা বিশ্বনাথ পাল, জেলা শিশু কর্মকর্তা মখলেছুর রহমান, জেলা কালচারার অফিসার সুজন রহমান, জেলা খাদ্য কর্মকর্তা সুজা আলম, বাজার কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা এনজিও দিশার এম আর ইসলাম, বিআরটিএ’র ইন্সপেক্টর হুমায়ূন কবির, জেলা তথ্য অফিসার ও কুষ্টিয়া প্রেস ক্লাবের আহবায়ক তৌহিদুজ্জামান,যুব উন্নয়নের উপ-পরিচালক মোর্শেদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা বানু, সাংবাদিক নূর আলম দুলাল, সহ বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক, স্কুল-কলেজ ক্লাব, সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের ও সংগঠনের প্রতিনিধিগণ।প্রতিবারের ন্যায় এবারো যথাযোগ্য মর্যাদায় আগামী একুশ ফেব্র“য়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফল সুন্দর ও স্বার্থকভাবে উদযাপনের লক্ষে সভায় উপস্থিত সকল সদস্যদের নিয়ে একটি মূল কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। এবারের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ২দিন ধরে বই মেলা সহ মূল আয়োজন। ২১ ও ২২ এই ২ দিন কুষ্টিয়া কালেক্টরেটের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে বই মেলা সহ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!