আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার দুপুরে আদমদীঘির পল্লীর মিতইল গ্রামে বিষাক্ত গ্যাস বড়ি সেবনে মা লাকি বর্মন ও তার মেয়ে সঞ্জিতারানী বর্মন (৬) একই সাথে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় একটি ইউ,ডি মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়. ওই গ্রামের গৌতম বর্মন ৭ বছর পূর্বে ঢাকার গাজিপুরে রিক্্রা চালাতে গিয়ে গাজিপুরের মেয়ে লাকিকে বিয়ে করে আদমদীঘির মিতইল গ্রামে বাড়ীতে নিয়ে আসে। তাদের সঞ্জিতা নামের ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তাদের বিয়ের দীঘর্ দিনেও লাকির পিতার বাড়ীর কেউ মিতইল গ্রামে আসেনি। ফলে লাকি হিন্দু নাকি মুসলিম এ নিয়ে গ্রামে সন্ধেহের সৃষ্ঠি হয়েছে। সংসারে অভাবের কারনে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় বিবাদ চলতো। গতকাল বৃহস্পতিবার সকালে গৌতম বর্মন কাজের জন্য বাহিরে গেলে তার স্ত্রী লাকি বর্মন ও কন্যা সঞ্জিত্ বর্মন বেলা ১১ টায় নিজ বাড়ীতে বিষাক্ত গ্যাস বড়ি সেবন করে ছটফট করতে থাকলে গ্রামের লোকজন জানতে পেরে বগুড়া হাসপাতালে নেয়ার পথে দুপুরে মারা যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান এডভোকেট শামছুল হক জানান অভাবের কারনে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ার কারনে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল তৈরীর পর ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরন করেছে।
