ads

বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০১৪ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের নকলায় কৃষি সচিব : কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৬, ২০১৪ ৬:৪৫ অপরাহ্ণ

Sherpur Pic-1হাকিম বাবুল, শেরপুর : কৃষি সচিব ড. এসএম নাজমুল ইসলাম বলেন, একই জমিতে একসাথে একাধিক ফসল উৎপাদন, কৃষিতে নিত্য নতুন প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগ করে কৃষক যাতে লাভবান হতে পারে সেজন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ভাল মূল্য পায় সে ব্যাপারে সরকার বদ্ধপরিকর। ফসলের জাত নির্বাচন, আগাম চাষ, সঠিক পরিচর্যা, সাথী ফসল, সুষম সার প্রয়োগ সময়মতো পরিমিত সেচ ব্যবহার করে কৃষকরা ভাল ফলন পেতে পারেন। এতে তাদের আয়ও বৃদ্ধি পাবে।

Shamol Bangla Ads

৫ ফেব্রুয়ারী বুধবার শেরপুরের নকলা উপজেলার পাঠাকাঠা এলাকায় বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) আয়োজিত এক ‘খামার দিবসে’ প্রধান অতিথির বক্তব্য দানকালে কৃষি সচিব এসব কথা বলেন। উন্নত পদ্ধতিতে ইক্ষু ও সাথী ফসল চাষ এবং হাইড্রোজমুক্ত স্বাস্থ্যসম্মত গুড় উৎপাদন কলাকৌশল কৃষকদের হাতে-কলমে শিক্ষা দিতে এ খামার দিবেসের আয়োজন করা হয়। বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট জামালপুর সাব স্টেশন আয়োজিত এ খামার দিবসে সভাপতিত্ব করেন বিএসআরআই, ইশ্বরদীর মহাপরিচালক ড. কামাল হুমায়ুন কবীর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আবু হানিফ মিয়া, বিএডিসির যুগ্ম সচিব আতাউর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা কহিনুর বেগম, স্থানীয় আখচাষী মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন।
খামার দিবসে বলা হয়, আখের সাথে সাথি ফসল চাষ করে অধিক মুনাফা অর্জন করা যায়। জোড়া সারি আখের সাথে একাধিক সাথি ফসল যেমন আলু, পেঁয়াজ, রসুন, লাল শাক, মুগডাল চাষ কৃষকরা আর্থিকভাবে লাভবান হতে পারেন। অনুষ্ঠানে এলাকার দেড় শতাধিক আখ চাষি অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!