সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভ‚মিকা শীর্ষক সেমিনার ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সমিতির উদ্যোগে ও সমিতির সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উপদেশ মুলক বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল আলম চৌধুরী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা শিক্ষা অফিসার মো: রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমীন মিঞা, উপজেলা ম্যাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রমূখ।
সেমিনারে বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে প্রতিটি প্রতিষ্ঠানে যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি যুগপোযোগী শিক্ষার প্রসারে শিক্শকদের গুনগত প্রশিক্ষনের ব্যবস্থা করা দরকার।
সেমিনারে এলাকার বিভিন্ন ম্যাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তি অংশ নেন। সেমিনার শেষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।