নিজস্ব প্রতিবেদক : গ্রামের কাগজ ও নয়া দিগন্ত পত্রিকার শার্শা প্রতিনিধি সাংবাদিক মান্নানের বিরুদ্ধে সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ পত্রটি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকতা দপ্তরে প্রেরণ করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭/০২/২০১৩ তারিখে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে গ্রামের কাগজ ও নয়া দিগন্ত পত্রিকার শার্শা প্রতিনিধি সাংবাদিক মান্নান শার্শার কাশিপুর গ্রামের আমির হোসেন লাটার কাজ থেকে ১ লক্ষ ৯৯ হাজার টাকা প্রতারণা করে গ্রহণ করে।
গত ১ বছর যাবত আমির হোসেন লাটার পুত্র মেহেদী হাসান (মঞ্জু)র চাকুরী না দিয়ে টালবাহনা শুরু করে বলে অভিযোগ পত্রে উলেখ রয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বার বার তাগাদা দেয়া সত্তেও তার টাকা ফেরত দেয়নি সাংবাদিক রূপি প্রতারক মান্নান ভূইয়া। ইতি মধ্যে মেহেদী হাসান (মঞ্জু)র সরকারী চাকুরীর বয়স শেষ হয়েছে। তবুও মঞ্জুকে চাকুরী পাইয়ে দেয়ার আশ্বাষ দিয়ে চলেছে সে।
শেষ মেষ গত ০২/০২/২০১৪ তারিখে প্রতারক সাংবাদিক মান্নান ভূইয়া টাকা ফেরত না দিয়ে আমির হোসেন লাটাকে দেখে নেয়ার হুমকি দিয়েছে বলে লিখিত অভিযোগে উলেখ করা হয়েছে।
এ হুমকি দেয়ায় আমির হোসেন লাটা টাকা ফেরত পাবার আসায় এবং এর প্রতিকার চেয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিম শরিফুল আলমের ০৬/০২/২০১৪ তারিখে কাছে লিখিত দায়ের করেছে।