ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের দিঘলকান্দী মধ্যপাড়া বিলের সালামের আম বাগানে ৬ ফেব্র“য়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় হাত পা বাধে জবাই করা সজিব নামের কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

জানা যায়, রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের দিঘলকান্দী মধ্যপাড়া এলাকার কয়েকজন কৃষক কাজের উদ্দ্যেশে বিলের মধ্যে দিয়ে যাওয়ার পথে সালামের আম বাগানে হাত পা বাধা অবস্থায় জবায় করা কিশোরের লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন। এলাকাবাসী জানান, বানেশ্বর এলকার দিনমুজুর ফজলু ছেলে মোঃ সজিব (১৫)। নিহতরা বানেশ্বরে দাদার বাড়িতে না থেকে চারঘাটের চৌমহণী এলকায় নানার জমিতে বাড়ি করে থাকতো এবং বানেশ্বরে ভুটভুটি গাড়ি চালাতো।
নিহত সজিবের পিতা ফজলু জানায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় আমি রংপুর একটি কাজ শেষ করে বানেশ্বর নেমে সজিবকে মোবাইলে করে বানেশ্বর ট্রাফিক মোড়ে গাড়ি আনার জন্য বলি। কিন্তু অনেক সময় অতিবাহিত হলেও সে না আসায় আবার তার মোবাইলে ফোন করে দেখি মোবাইল বন্ধ। গতকাল সকালে বেশ কয়েকবার ফোন করে দেখি মোবাইল বন্ধ তার পর স্থানীয়দের কাছ থেকে শুনি দিঘলকান্দী মধ্যপাড়া বিলে তার লাশ পরে আছে । আমারে বা আমার ছেলের কোন শত্রæ ছিলনা।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবাইদা খান এ তথ্য নিশ্চিত করেছেন। জড়িত থাকতে পারে এমন একজনকে আমরা আটক করেছি। সে নামাজগ্রাম এলাকার শাইফুলের ছেলে নিহত সজিবে বন্ধু নছিমুন চালক মোঃ পঁচা । ওসি আরো বলেন, নিহতের শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাইরে থেকে অপহরণ করে নিয়ে আসে। পরে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।
