ads

বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহীতে মাছবাহী ট্রাকে আগুন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৬, ২০১৪ ৯:৪০ অপরাহ্ণ
রাজশাহীতে মাছবাহী ট্রাকে আগুন

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহী নগরীতে মাছবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে নগরীর মতিহার থানার আশরাফের মোড়-মহেন্দ্র এলাকার মাঝামাঝি রাজশাহী বাইপাস মহাসড়কে এ ঘটনা ঘটে। নগরীর মতিহার থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। চালকের বরাত দিয়ে তিনি বলেন, রাত ৯টার দিকে মাছ বোঝাই ওই ট্রাকটি (ঢাকা মেট্রো-ন-১১-৪৮৪৮) রাজশাহীর কেশরহাট থেকে ঢাকায় যাচ্ছিলো। পথে রাজশাহী বাইপাস মহাসড়কের নগরীর উপকণ্ঠ আশরাফের মোড় ও মহেন্দ্রর মাঝামাঝি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত রাস্তা অবরোধ করে। পরে তারা সামনে থেকে পেট্রোল বোমা ছুঁড়ে ট্রাকটিতে আগুন দেয়। এসময় আত্মরক্ষায় চালক ও তার সহকারী ট্রাকটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় দমকল কর্মীরা এসে আগুন নেভায়। তিনি আরো বলেন, হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। তবে বৃহস্পতিবারের হরতালে আতংক ছড়াতে জামায়াত-শিবির কর্মীরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি। এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের লিডার আবুল কাশেম জানান, প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে ট্রাকটির সামনের অংশ পুরোটাই ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান অন্তত: ৭ লাখ টাকা। রাজশাহীর বানেশ্বরে জামায়াত নেতাকে কুপিয়েছে আ’লীগ ক্যাডাররা রাজশাহীর পুঠিয়ায় সাইদুর রহমান (৫০) নামে স্থানীয় এক জামায়াত নেতাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেছে আওয়ামী লীগ ক্যাডাররা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে ধানীহাটা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত সাইদুর রহমান বানেশ্বর ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি। তাকে আহতকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াত নেতা সাইদুর রহমান বানেশ্বর বাজারে আসছিলেন। পথে ৮ থেকে ১০ জন আওয়ামী লীগ-যুবলীগ ক্যাডার চাইনিচ কুড়াল, চাপাতিসহ দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবাইদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ধারণা করা হচ্ছে, বুধবারের সংঘর্ষের জের ধরে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। হামলায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি। উল্লেখ্য, বৃহস্পতিবারের হরতালের সমর্থনে বুধবার সন্ধ্যার পর বানেশ্বর বাজারে মিছিল বের করে স্থানীয় জামায়াত-শিবির কর্মীরা। মিছিলটি বাজার এলাকা প্রদক্ষিণকালে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগ সাঃ সম্পাদক আবুল কালাম আজাদের হামলার ঘটনা ঘটে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!